আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সুরকার ইমরান মাহমুদুল এবং বলিউডের গায়িকা পলক মুচ্ছাল। টলিউডের নিধন শিরোনামের একটি সিনেমার জন্য তারা এই গানটি গেয়েছেন।
গানটির শিরোনাম ‘হাত ধরে তুমি’। এর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন অঞ্জন রাহুল।
ইতোমধ্যেই গানটির রেকর্ডিং ও মিক্সিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তিনি জানান, সপ্তাহখানেক আগে ঢাকা থেকে তিনি গানটিতে কণ্ঠ দিয়েছেন। পলক মুচ্ছাল দিয়েছেন মুম্বাই থেকে। মুম্বাইয়ের একটি স্টুডিওতে মিক্সিং হয়েছে।
এ প্রসঙ্গে পলক মুচ্ছাল বলেন, ‘খুব সুন্দর একটি গানে কণ্ঠ দিলাম। আমার আর ইমরানের গাওয়া আগের গান শ্রোতা-দর্শকদের কাছে যেমন ভালো লেগেছে, আশা করছি এই গানও তাঁদের কাছে শুনতে ভালো লাগবে।’
পলকের সাথে গান গাওয়া প্রসঙ্গে ইমরান বললেন, ‘বলিউডে তাঁর গাওয়া অনেক গানই আমার পছন্দ। তাঁর সঙ্গে প্রথম সিনেমার গান করলাম।’
উল্লেখ্য, এর আগে ইমরান ও পলক ‘কেন এতো ভাবছো’ ও ‘সবাই চলে যাবে’ শিরোনামে বাংলাদেশের দু’টি অডিও গানে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন। গান দু’টিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত করেছিলেন ইমরান।