দীর্ঘ তিন বছরের বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এবার তিনি প্রথমবারের মত ওয়েব ফিল্মে অভিনয় করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।
এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘একই ধরনের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এমন কাজ খুঁজছিলাম যেখানে চ্যালেঞ্জ নিয়ে অভিনয় করতে পারবো। অন্তরালে’র চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ার ও নির্মাতা চয়নিকা চৌধুরী যখন এই গল্পটি আমাকে শোনায়, আমি মুগ্ধ হয়ে যাই। মনে হয়েছে এই কাজটি আমার করা উচিত। সে ভাবনা থেকেই এই ওয়েব ফিল্মে যুক্ত হওয়া।’
নিয়মিত অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমি যে ধরনের কাজ করতে চাই, সে ধরনের কাজ পেলে সামনে থেকে অবশ্যই নিয়মিত আছি।’
ওয়েব ফিল্মে মাহফুজ আহমেদের চরিত্রটির নাম মনা। এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘চরিত্রটির জন্য মাহফুজ আহমেদ দারুণ মানানসই। তাছাড়া তার সঙ্গে আমি প্রায় আশিটির মতো নাটক, টেলিছবিতে কাজ করেছি। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের অন্য রকমের একটা বোঝাপড়া আছে।’
তিনি জানান, রোববার বিকেলে মাহফুজ আহমেদকে চুক্তিবদ্ধ করিয়েছেন।
শুটিং প্রসঙ্গে তিনি জানান, জানুয়ারির মাঝামাঝি থেকে তাদের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।