কালচারাল ইয়ার্ড ডেস্ক :
শেষ হয়েছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমার দৃশ্যধারণ। টাঙ্গাইল ও জামালপুরের বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির টানা দৃশ্যধারণ করা হয়। এখন সম্পাদনার টেবিলে শাকিব-পূজার ‘গলুই’ – এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক।
নায়িকা পূজা চেরির একটি ছবি শেয়ার করে নির্মাতা অলিক ফেইসবুকে লিখেছেন, গলুই, চলছে সম্পাদনার কাজ। কমেন্টে একজনের প্রশ্নের জবাবে তিনি জানান, সামনে কোন বিশেষ দিনে সিনেমাটি মুক্তি পাবে।
২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি নদীমাতৃক জনপদের জীবনযাত্রা, নৌকাবাইচ ও পারিপার্শ্বিক গল্পে নির্মিত হচ্ছে।
এই সিনেমায় শাকিব খানের সাথে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পূজা চেরি। এতে তাদের চরিত্রের নাম লালু ও মালা।
‘গলুই’ সিনেমার আরও খবর
⇒ আনলিমিটেড শিডিউল দিলেন শাকিব-পূজা
⇒ অনুদানের সিনেমা হলেও শাকিব-পূজার ‘গলুই’র বাজেট প্রায় ২ কোটি
শাকিব-পূজা ছাড়াও গলুই সিনেমায় আজিজুল হাকিম, আলী রাজ, সূচরিতা, সমু চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সরকারি অনুদানের সিনেমা হলেও বিশাল ক্যানভাসে বড় বাজেটে নির্মিত হচ্ছে এটি।
প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, সরকারি অনুদান ষাট লাখ পেলেও গলুই সিনেমাটির বাজেট প্রায় ২ কোটি টাকা। বাকি টাকা তিনি লগ্নী করে বড় আয়োজনে পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের এই সিনেমাটির কাজ শেষ করছেন।
চলচ্চিত্রটি প্রসঙ্গে শাকিব খান বলেছেন, ‘গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনভাবে এ সিনেমার গানগুলোর মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।’
বর্তমানে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব।
আরও পড়ুন : শাকিব খানের জনপ্রিয়তার শীর্ষে থাকার রহস্য