চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিন মাধ্যমেই সমানভাবে কাজ করে যাচ্ছেন তিনি। চঞ্চল চৌধুরী নতুন নাটক ‘কুহক কাল’। এতে অভিনয় করছেন ফারিয়া শাহরিন।
গত বুধবার (১৭ নভেম্বর) থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। শেষ হচ্ছে আজ শনিবার (২০ নভেম্বর)।
সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা আলোক হাসান। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘এই নাটকটির গল্প খুব পরিচ্ছন্ন। নির্মাতা একটি মানসম্পন্ন নাটক নির্মাণ করার চেষ্টা করেছেন।’
‘কুহক কাল’ নাটকে চঞ্চল চৌধুরী ও ফারিয়া শাহরিন ছাড়াও বিভিন্ন চরিত্রে নিশাত প্রিয়ম, শাহেদ আলীসহ আরও অনেককে অভিনয় করেছেন।
কবে নাটকটি প্রচারিত হবে জানতে চাইলে নির্মাতা আলোক হাসান জানান, শিগগিরই বেসরকারি টেলিভিশন আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।