নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে প্রথমবারের মত এক সঙ্গে অভিনয় করছেন চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা পরীমনি। ইতোমধ্যেই তারা এই ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এতে মাহফুজ আহমেদের চরিত্রটির নাম মনা। এই চরিত্রে তাকে পেয়ে উচ্ছ্বাসের কমতি নেই চয়নিকা চৌধুরীর।
মাহফুজকে সহশিল্পী হিসেবে পেয়ে একইভাবে উচ্ছ্বসিত পরীমনি। তিনি বলেন, ‘মাহফুজ ভাই আমার অনেক পছন্দের অভিনেতা। ছোটবেলা থেকে তাঁর নাটক দেখে দেখে বড় হয়েছি। এক কথায় তাঁর রোমান্টিক অভিনয়ের ফ্যান আমি। সেই মাহফুজ ভাইয়ের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবো। দারুণ লাগছে আমার কাছে।’
এদিকে সহশিল্পী পরীমনি সম্পর্কে মাহফুজ আহমেদ বলেন, ‘সত্যি বলতে কি কারও সাথে একসঙ্গে কাজ না করে মূল্যায়ন করাটা বোধহয় ভালো দেখায় না।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই পরীমনি জনপ্রিয় অভিনেত্রী। বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে তার ঝুলিতে। তরুণ পরিচালক রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও গিয়াসউদ্দিন সেলিমের মতো গুণী নির্মাতার ‘গুনীন’ এ অভিনয় করছেন। এতেই অনুমান করা যায় তার কাজের মাপকাঠি।’
‘অন্তরালে’ ওয়েব ফিল্মের শুটিং প্রসঙ্গে নির্মাতা জানান, জানুয়ারির মাঝামাঝি থেকে তাদের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।