সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত ও প্রশংসিত হয়েছেন বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রেহানা মরিয়ম নূর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কারও। এবার বিশ্ব মঞ্চ কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের সঙ্গে নতুন ছবিতে কাজ করার ঘোষণা দিলেন বাংলাদেশী জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান। এ খবরে বেশ উচ্ছাসও প্রকাশ করলেন তিনি।
এক ভিডিও বার্তায় তাহসান খান বলেন, ‘নতুন একটি সুখবর দিচ্ছি। নতুন সিনেমা ‘আ ব্লেসড ম্যান’ এর শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। এই সিনেমায় কাজ করছেন বিশ্বজয় করে আসা আজমেরী হক বাঁধন। সঙ্গে আছি আমি। আমাকে যে কেন নিল (হাসি)। সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে বসেছিলাম। আমি অনেক এক্সাইটেড। অ্যামেজিং চিত্রনাট্য।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমা আমরা অনেকভাবেই দেখেছি। কিন্তু এই সিনেমা একদমই অন্য রকম। এটা চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে। আমরা শিগগির সিনেমাটি নিয়ে কাজ শুরু করব। এ জন্য ব্যাপক প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।’
এদিকে ছবিটির বিষয়ে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অভিনেত্রী বাঁধন বলেছেন, ‘ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্র। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে (এই ছবি) নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’
অ্যাপল বক্সের ব্যানারে নির্মিত সিনেমা ‘আ ব্লেসড ম্যান’ পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ। তিনি ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য ছবি তানজু মিয়া দিয়ে সিনেমায় পা রাখেন।
২০০৮ সালে তিনি নির্মাণ করেন ‘দ্য লাস্ট ঠাকুর’। পিপলু খান নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’র চিত্রগ্রাহক ছিলেন সাদিক আহমেদ।