কালচারাল ইয়ার্ড ডেস্ক :
অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি । এ সিনেমায় এক নবজাতকের মা হচ্ছেন তিনি। মা হওয়ার সাত মাসের মাথায় ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনকে ঘিরে নবজাতককে ঘিরে একটি বিশেষ গান নির্মাণ হচ্ছে। ফোক সম্রাজ্ঞী মমতাজ গানটি গাইলেন।
‘মা’ গানটির সুরারোপ করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। লিখেছেন মাহী ফ্লোরা। আর সঙ্গীতায়োজনে ছিলেন মুন্তাসির তুষার।
মমতাজের গলায় স্টুডিওতে গান রেকর্ডও হয়েছে। গানটির রেকর্ডিংয়ের বিষয়ে নির্মাতা অরণ্য আনোয়ার জানিয়েছেন, গানটির সুর করার আগে যদিও মমতাজের কথা ভাবা হয় নি, তবে ডামি তৈরির পর অনুভূত হয় গানটি মমতাজকে ছাড়া সম্ভব নয়।
পরীমনির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে এই গানটি ব্যবহার করা হবে জানিয়ে পরিচালক বলেন, মূলত এই গানটির মধ্য দিয়েই ছবিটির গল্পে ভয়াল ট্র্যাজেডি নেমে আসবে!
নায়িকা পরীমনির আরও সংবাদ : একে অপরের সম্পর্কে যা বললেন মাহফুজ আহমেদ ও পরীমনি
ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তবে পরীমনি এখনও সিনেমাটির শুটিংয়ে অংশ নেন নি। আগামী জানুয়ারিতে তার দৃশ্যগুলো ধারণ করা শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।
পরীমনি সম্পর্কিত আরও খবর
⇒ সিয়াম-পরীমনিসহ এবারের ট্রাব অ্যাওয়ার্ড পেলেন যারা
⇒ প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলে পরীমনি
‘মা’ সিনেমাটি প্রসঙ্গে অরণ্য আনোয়ার জানান, একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য অরণ্য আনোয়ার নিজেই তৈরি করেছেন। এই সিনেমায় ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে।
প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন। ছবিটিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপুসহ অনেকে।
আরও পড়ুন : মুক্তির পর নতুন সংকটে পরীমনি