টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে বিশেষ নাটক নির্মাণ করছেন নির্মাতা শিহাব শাহীন। ইতোপূর্বে অসংখ্য দর্শক নন্দিত নাটক উপহার দিয়েছেন এই জুটি।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সম্মুখসারীর যোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের গল্পে নির্মিত এই নাটকের নাম ‘যোদ্ধা’। এতে অপূর্বের বিপরীতে অভিনয় করবেন নাজিবা বাশার।
মেজবাহ উদ্দিন সুমনের সঙ্গে নাটকটি রচনাও ছিলেন শিহাব শাহীন। রাজধানীর উত্তরা ও তিনশো ফিটে চলছে নাটকটির দৃশ্যধারণ।
‘যোদ্ধা’ প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জন্য গৌরবময় এক অধ্যায়। সেইসাথে এই সময়ে নতুন যে যুদ্ধটা করতে হচ্ছে ফ্রন্টলাইনে থেকে সেসব আত্ম ত্যাগের গল্প নিয়েই নাটকটি।
এই নাটকে অপূর্বকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ বিষয়ে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, মুক্তিযুদ্ধের সময়ে যোদ্ধা, সর্বসাধারণের আত্নত্যাগের গল্প এবং এসময়ে নতুন যে বায়ো যুদ্ধ (করোনাভাইরাস) এ দুটো গল্পকে একসাথে খুবই চমৎকারভাবে ব্লেন্ড করে দেখানো হবে এ নাটকে। আমি এর আগেও দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। এমনকি ট্রিপল চরিত্রও করেছি। তবে এখানের চরিত্রটা একটু অন্যরকম।
অভিনেত্রী নাজিবা বাশার বলেন, মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের অবদান এবং এর পরবর্তীতে এখন আমরা যে একটা বায়ো যুদ্ধ করছি অর্থাৎ করোনাভাইরাস মোকাবেলা, দুইটা সময়কে ধরে বিভিন্ন ঘটনা এখানে দেখানো হবে।
জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। এছাড়াও টিভিতে সম্প্রচারের পর ইউটিউবেও দেখা যাবে নাটকটি।