কালচারাল ইয়ার্ড ডেস্ক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে যুক্ত হলেন আরও তিন অভিনয়শিল্পী। ইতোমধ্যেই তারা চুক্তিবদ্ধ হয়েছেন। এই তিন অভিনয়শিল্পীরা হলেন চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা ইরফান সাজ্জাদ ও নাট্যাভিনেতা সাব্বির আহমেদ।
টিক্কা খানের চরিত্রে জায়েদ খান, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে ইরফান সাজ্জাদ এবং তোফায়েল আহমেদের চরিত্রে সাব্বির আহমেদ অভিনয় করছেন।
বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় করতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন এই তিন অভিনেতা।
এ প্রসঙ্গে নায়ক জায়েদ খান বলেন, ‘অডিশনের জন্য বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলাম। সেখানে অডিশন দিয়েছি। আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করবো। এতে কাজ করা আমার জন্য অনেক আনন্দের। মাত্র এক টাকায় এতে চুক্তিবদ্ধ হয়েছি।’
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘এক সপ্তাহ আগেই সবকিছু চূড়ান্ত হয়। ছবিতে দুই বাংলার বড় বড় তারকা অভিনয় করছেন। তাদের ভিড়ে আমি নিজের কথা বলব কিনা, তা নিয়ে সংশয়ে ছিলাম। তবে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। জাতির পিতার বায়োপিকের একটা অংশ হতে পারব ভেবে আমি গর্বিত। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব চরিত্রটি ফুটিয়ে তোলার।’
বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মতো ঐতিহাসিক নেতার চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাব্বির আহমেদ। তিনি বলেন, চরিত্রটির জন্য আমি তার বিভিন্ন সময়ের ভিডিও ফুটেজ, তাকে নিয়ে লেখা বই পড়েছি। তোফায়ের ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তার থেকে অনেক কিছু জেনেছি। এত বড় মাপের নেতার চরিত্রে রূপদান করা সত্যিই কঠিন। তার জীবন এত রোমাঞ্চে ভরা, ত্যাগ-তিতিক্ষাপূর্ণ- যা খুবই বিরল। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করেছি। বাকিটা পর্দায় দেখে মানুষ মূল্যায়ন করবেন।
সাব্বির আরও বলেন, ‘গত বছর ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত মুম্বাইতে কাজ শুটিং করি। এখন শুটিং করছি বাংলাদেশে। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে আমার চরিত্রের শুটিং শেষ যাবে আশা করি।’
আরও পড়ুন : খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করছেন এলিনা শাম্মী
বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়াও নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।