প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কণ্ঠশিল্পী আরিয়ান মেহেদীর নতুন গান। গানের শিরোনাম ‘মনে পরে তোমায় বারে বার’। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সবুজ।
এ বিষয়ে আরিয়ান মেহেদী কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘এটি একটি প্রেমের গান। এ গানের কথা-সুরে অন্যরকম টান রয়েছে। এ সময়ের শ্রোতার ভালোলাগার কথা ভেবেই গানটি তৈরি করা হয়েছে। আমিও চেষ্টা করেছি, গানে নিজের সেরা গায়কি তুলে ধরার।’
সব মিলিয়ে গানটি সবার ভালো লাগবে – এমনটাই প্রত্যাশা এই শিল্পীর।
এ বিষয়ে আহমেদ সবুজ বলেন, ‘গানটি খুব যত্ন নিয়েই লিখেছি, সুর করেছি এবং সঙ্গীত পরিচালনা করেছি। আর মেহেদী গানটি ভালো গেয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
সম্প্রতি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগিরই গানটি ভিডিওসহ অনলাইনে প্রকাশ পাবে।
উল্লেখ্য, আরিয়ান মেহেদী ইতোমধ্যেই বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। পাশাপাশি বেশকিছু নাটকে প্লেব্যাক করেছেন।