কালচারাল ইয়ার্ড ডেস্ক :
নদীবিধৈত মানুষের জীবনসংগ্রাম নিয়ে এর আগে কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। কাহিনীচিত্র ‘চিত্রা নদীর পাড়ে’, ‘নদীর নামটি মধুমতি’, ‘রূপসা নদীর বাঁকে’ প্রামাণ্যচিত্র ‘কর্ণফুলির কান্না’র পর এবার ধলেশ্বরী পাড়ের মানুষের জীবনসংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র বানাচ্ছেন এই গুনী নির্মাতা।
‘ধলেশ্বরী কথা’য় তানভীর মোকাম্মেলের সঙ্গে সহযোদ্ধা হিসেবে ক্যামেরা ধরেছেন নির্মাতা ও চিত্রগ্রাহক রাকিবুল হাসান। গত ২৩ নভেম্বর থেকে ছবিটির অডিও–ভিজ্যুয়াল গবেষণাকর্ম শুরু করেছেন ছবির টিম। তথ্য সংগ্রহের কাজ।
ধলেশ্বরী পাড়ের মানুষের সঙ্গে মিশে নদীপথ ও পার্শ্ববর্তী এলাকায় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর প্রয়োজনীয় অডিও-ভিজ্যুয়াল তথ্য সংগ্রহ করছেন তানভীর মোকাম্মেল ও তার টিম।
আরও পড়ুন : তানভীর মোকাম্মেলকে নিয়ে প্রসূন রহমানের সিনেমা
এই গবেষণা শেষে মূল পর্বের শুটিং শুরু হবে বলে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন তানভীর মোকাম্মেল ও তার ছবির চিত্রগ্রাহক রাকিবুল হাসান।
সিনেমাটির সহকারী পরিচালক সন্দীপ মিস্ত্রি জানান, ‘মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলসহ পুরো নদী এলাকায় ছবিটির শুটিং করা হবে। এখন চলছে এর অডিও-ভিজ্যুয়াল তথ্য সংগ্রহের কাজ। এ জন্য নদী অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলছে ছবির টিম। তাঁদের সংকট আর জীবন সংগ্রাম উঠে আসবে এই ছবিতে।’
তানভীর মোকাম্মেল তাঁর ছবিতে বরাবরই নদীবিধৈত অঞ্চলের মানুষের সুখ-দু:খের গল্প তুলে আনেন। গুনী এই চলচ্চিত্র নির্মাতা ‘ধলেশ্বরী কথা’র মাধ্যমে ধলেশ্বরী নদী সংলগ্ন মানুষের জীবনচিত্র তুলে আনবেন এই প্রত্যাশা ধলেশ্বরী টিমের।
গুনী নির্মাতা তানভীর মোকাম্মেলের আরও খবর
⇒ বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে তানভীর মোকাম্মেল
⇒ ভারতে ‘রূপসা নদীর বাঁকে’র ওয়ার্ল্ড প্রিমিয়ার