কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ ইতোমধ্যেই নাটকটির তিনটি সিজন প্রচারিত হয়েছে। তৃতীয় সিজন শেষ হওয়ার পর থেকে দর্শকদের আগ্রহ কারণে এবার ব্যাচেলর পয়েন্টের পরবর্তী সিজন নির্মাণ করছেন অমি। আগামী জানুয়ারি মাস এটি প্রচারিত হবে।
‘ব্যাচেলর পয়েন্ট-৪’ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘দর্শকরা অনেকদিন ধরেই নাটকটি নতুন সিজন দাবি করে আসছেন। সেই চাহিদার কথা মাথায় রেখেই আমরা সিজন চার নির্মাণ করছি। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই দর্শকরা নাটকটির চতুর্থ সিজন দেখতে পারবেন।’
এরআগে গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নাটকটির নির্মাতা ও শিল্পীরা ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ – এর ঘোষণা দেন।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা, নেহাল, শুভ, হাবু ও পাশাসহ বেশ কিছু চরিত্র দর্শকদের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আর এসব চরিত্রে অভিনয় করেচেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে। পাশাপাশি মজার মজার সংলাপের কারণে অদেখা কাবিলার প্রেমিকা চরিত্র রোকেয়াও সবার মনে জায়গা করে নিয়েছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ‘ব্যাচেলর পয়েন্ট ৩’ শেষ হয়েছিলো। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, মুসাফির শোয়েব, শিমুলসহ অনেকে।