অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন গুনী পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ । বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে অভিনেতা কাজী মারুফ।
এ বিষয়ে দেয়া এক ফেইসবুক স্টাট্যাসেকাজী মারুফ লিখেছেন, ‘‘আমার বাবা কাজী হায়াৎকে তাঁর এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। তাঁর শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’
সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা আরও লিখেছেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারেন।’
সহকারি পরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে পদার্পন করে ইতোমধ্যেই নির্মাণ করেছেন পঞ্চাশটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যার অধিকাংশই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। অসংখ্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজেকে দক্ষ অভিনেতা হিসেবেও প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
কাজী হায়াৎ চারটি ভিন্ন ভিন্ন বিভাগে মোট নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।