স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশাত্মবোধক গান ‘আমার বাংলাদেশ’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই প্রজন্মের কণ্ঠে এবার ধ্বনিত হলো ‘আমার বাংলাদেশ’ গানটি। সম্প্রতি দেশাত্মবোধক এই গানটির একটি ভিডিওচিত্রও প্রকাশ করা হয়েছে। যেখানে গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মো. রফিকুল আলম, তিমির নন্দী, আবিদা সুলতানা এবং এই প্রজন্মের শিল্পী দিনাত জাহান মুন্নী, চম্পা বণিক ও খালেদ মুন্না।
খালেদ মুন্নার তত্ত্বাবধানে গানটি লিখেছেন পরিতোষ বাড়ৈ। এছাড়া গানটির সুর, সঙ্গীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন খালেদ মুন্না। তিনি এই গানে কণ্ঠও দিয়েছেন। খালেদ মুন্নার সঙ্গে রোজেন রহমান সঙ্গীতায়োজনে ছিলেন।
ভিডিওচিত্রে শিল্পীদের সরাসরি অংশগ্রহণ ছিলো। নয়নতারা মিউজিক গানচিত্রটির প্রকাশ করেছে।
খালেদ মুন্নার সার্বিক তত্বাবধানে নির্মিত গানচিত্র নিয়ে তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার অনেক দিনের ইচ্ছে ছিলো স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং এই প্রজন্মের শিল্পীদের সমন্বয়ে একটি দেশাত্মবোধক গান করার। অবশেষে এই কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। আশা নয়, আমার বিশ্বাস গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে’।