চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সাথে প্রথমবারের মত জুটি বাঁধছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রযোজিত ‘দামপাড়া’ সিনেমায় দেখা যাবে তাদেরকে।
সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন।
‘দামপাড়া’ সিনেমা প্রসঙ্গে আনন জামান বলেন, ‘যখনই মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়, তখন বেসামরিক যোদ্ধাদের লড়াই ও আত্মত্যাগে কথা উঠে আসে। যারা প্রশাসনে থেকে যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন, তাদের কথাগুলো আমরা কম জানতে পারছি। ‘দামপাড়া’ সিনেমাটি মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের বীরত্ব ও আত্মত্যাগের গল্পে নির্মাণ করা হচ্ছে। এতে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ত্যাগের কথাও থাকবে। ’
চিত্রনায়ক ফেরদৌস এসপি শামসুল ইসলাম চরিত্রে অভিনয় করবেন। আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন তার স্ত্রীর ভূমিকায়।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এক সপ্তাহে আগে চুক্তিবদ্ধ হয়েছি, এখন প্রস্তুতি চলছে আমাদের।’
ফেরদৌস-ভাবনা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঝুনা চৌধুরী, অনন্ত হীরা, মাজনুন মিজান, মুনতাহাসহ আরও অনেকে।
জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর থেকে চট্টগ্রামে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।