কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই সিনেমার এখন দুর্দিন যাচ্ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। যাও কয়েকটা খোলা আছে, তাদেরও গুনতে হচ্ছে লোকসান। ঢালিউডের এই দুর্দিনের জন্য অনেক কিছুকেই দায়ি করছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এরমধ্যে অনেকেই বলছেন, ‘ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কারণে সিনেমার আজকের এই অবস্থা।’
সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘আমাকে নিয়ে যারা কথা বলছেন, চলচ্চিত্রে তাদের অবস্থান কী? আমি কি কারও সিনেমা রিলিজ আটকে দিয়েছি, নাকি সিনেমা করতে দিচ্ছি না’
তিনি বলেন, ‘যারা কাজ করতে পারে না, তারাই বেশি কথা বলে। আমি আগেও তাদের কথা আমলে নিই নি। এখনও নিচ্ছি না। নিন্দুকের কাজই নিন্দা করা। নতুন বছরটা আমার জন্য চ্যালেঞ্জিং। সিনেমায় দর্শকদের নতুনত্ব দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’
বর্তমানে শাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা, যা অধিকাংশ কাজ সেখানেই হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে। প্রতিদিনই মিটিং করছি। জানুয়ারির শেষে শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে শেষ হবে। মার্চে ঢাকায় কয়েকদিনের কাজ চলবে। রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্পটাও সুন্দর। বিগ বাজেটেই সিনেমাটি করতে যাচ্ছি।
শাকিব খানের নতুন সিনেমার খবর : শাকিবের নতুন সিনেমার লুক প্রকাশ, বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা
সিনেমাটির শিল্পী ও কলাকূশলী প্রসঙ্গে ঢালিউড কিং বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত ও আমেরিকার শিল্পীদের নাম চূড়ান্ত করেছি। নতুন বছরেই সব ফাইনাল হবে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
চিত্রনায়ক শাকিব খানের আরও খবর
⇒ নিজের অবস্থানে অনড় শাকিব
⇒ শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর
এদিকে গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করার চিন্তা করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়ক। এ বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার কিছু নেই। বাংলাদেশে থাকতেই আমার ছেলে আব্রাম খান জয়সহ আবেদন করা হয়েছিল। আসা যাওয়ার মধ্যেই থাকব। বড় বড় তারকারা বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করছেন। যেমন- শাহরুখ খানের মেয়ে ম্যানহাটনে লেখাপড়া করেন, সময় পেলে এখানে অবকাশ যাপন করেন। প্রিয়াঙ্কা চোপড়া এখানে রেস্টুরেন্ট খুলেছে। বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য করতে হলে বিষয়গুলো বড় করে ভাবতে হবে। আর এটা নিয়ে যারা গসিপ করছে, তাদের কথা আমি এই মুহূর্তে ভাবছি না।
আরও পড়ুন : শাকিব খানের জনপ্রিয়তার শীর্ষে থাকার রহস্য
পরিচালক হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ ও ‘মায়া’ শিরোনামে আরও দু’টি সিনেমা নির্মাণ করবেন। এই ৩টি সিনেমাই প্রযোজনা করবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। তিনটি সিনেমার জন্য ইতোমধ্যেই নির্মাতা হিমেল আশরাফ চুক্তিবদ্ধ হয়েছেন।