কালচারাল ইয়ার্ড ডেস্ক :
পেছালো বহুল প্রতীক্ষিত ‘দিন: দ্য ডে’ সিনেমা মুক্তি । ঘোষণা দিয়েও চলচ্চিত্রটি সময়মতো মুক্তি দিতে না পারার কারণ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।
বেশ কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন অনন্ত। সেখানে তিনি বলেছিলেন, ‘দিন : দ্য ডে’ ছবির মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে একই সময়ে বাংলাদেশসহ ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। আমার বিশ্বাস ছবিটি ইতিহাস সৃষ্টি করবে। ছবিটিতে আমি ও বর্ষা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ইরান-লেবাননের প্রথম সারির কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও।’
কিন্তু করোনার কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তি দেয়া সম্ভব হয় নি।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, আমাদের সকলের কাঙ্ক্ষিত ফিল্ম ‘দিন- দ্যা ডে’ এর শুভ মুক্তি ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিলো। আপনারা সকলে অবগত আছেন যে, আফ্রিকা মহাদেশসহ বিভিন্ন দেশে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে । যার কারণে ইরানীয় প্রযোজক সহ ‘দিন- দ্যা ডে’ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলেই এই ব্যয় বহুল চলচ্চিত্রের শুভ মুক্তি নিয়ে চিন্তায় আছেন। কারণ ইরানীয় চলচ্চিত্রের বিদেশী দর্শকের বেশীর ভাগ মানুষই রাশিয়া,আফ্রিকা ও মিডেল ইস্টের।
অনন্ত জলিলের আরও খবর
⇒ শীঘ্রই নায়ক-নায়িকার নাম ঘোষণা করবেন অনন্ত
⇒ ইফতেখার চৌধুরীর ‘নেত্রী দ্য লিডার’-এ অনন্ত-বর্ষার সঙ্গে বলিউডের কবির দোহান সিং
তিনি আরও বলেন, বাংলাদেশ এবং ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মূল প্রযোজক ইরানীয়, যারা মূলত এই চলচ্চিত্র নির্মানে বেশীর ভাগ অর্থ ব্যয় করেছেন। তাই করোনার প্রভাবে চলচ্চিত্রের আর্থিক ও অন্যান্য পারিপার্শ্বিক কথা বিবেচনা করে ‘দিন- দ্যা ডে’ চলচ্চিত্রের শুভ মুক্তির দিন ইরানীয় প্রযোজক কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে কারণে আমাদের দেশে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হয় নি।
এসময় তিনি সকল দর্শক ও তার ফ্যানদের কাছে দুঃখ প্রকাশ করেন।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্তের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। এতে অনন্ত একজন সোয়াত অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন আফিয়া নুসরাত বর্ষা।
ছবিতে আরও অভিনয় করবেন নবাগত সুমন ফারুক, সজিব, নিক্সন থাকছেন। পাশাপাশি এই সিনেমায় লেবানন ও ইরানের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও কাজ করছেন।
সর্বশেষ অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম ২ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে।