সম্প্রতি মুক্তি পেয়েছেন তারিক আনাম খান ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। তারা এ ছবিতে পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। এই সম্পর্কের গল্প নিয়ে হলে হলে ঘুরছেন। নিজেরা আবেগে ভাসছেন, আবেগে ভাসাচ্ছেন দর্শকদের। এবার পর্দার পুত্র সিয়াম বাস্তব জীবনে পিতা হবেন বলে খবর দিয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) রাত দশটার দিকে নিজের পিতা হওয়ার খবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট দিয়েছেন। ছবিতে দেখা যায় স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত তিনি।
তবে এখনই কোনো দিন তারিখ বলেন নি সিয়াম। পিতা হওয়ার খবর দিয়ে সবার কাছে শুধু দোয়া চেয়েছেন সিয়াম। তিনি লেখেন, ‘ছোট্ট এ জীবনের বড় একটা স্বপ্ন পূর্ণতা পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।
সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি দম্পতির তিন বছরের সংসার। এরপর এখন আসছে নতুন অতিথি। এদিকে এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বাস্তবে মিডিয়ার বিভিন্ন প্রিয়জন তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তারা শুভেচ্ছায় ভাসছেন ভক্ত-অনুরাগীদের।