কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে। অস্কার কমিটি জন্মশতবর্ষের উৎসব উদযাপন করছে তাঁর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে। কলকাতা ও বাংলাদেশ মিলিয়ে তাকে নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হচ্ছে ।
জন্মশতবর্ষে বাংলাদেশের সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করছেন মেধাবী নির্মাতা প্রসূন রহমান। সম্প্রতি কিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িতে ছবিটির চিত্রধারণের কাজ করা হয়।
এছাড়া পুরনো ঢাকার একটি বাড়িতেও ছবিটির চিত্রধারণ করা হয়েছে। ইতোমধ্যে ছবিটির চিত্রধারণের কাজ সম্পন্ন হয়েছে। এ মুহুর্তে ছবিটির সম্পাদনার কাজ চলছে। ছবিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে একটি ট্রিবিউট বলে জানালেন নির্মাতা প্রসূন রহমান।
এদিকে সত্যজিৎ রায়ের গল্প থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া হিন্দি ভাষায় ‘রে’ নামে একটি সিরিজ নির্মাণ করেছে। সত্যজিৎ রায়ের নিজের শহর কলকাতায়ও নির্মিত হচ্ছে দু’টি চলচ্চিত্র।
তিন সময়ের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে এ সিনেমার কাহিনী সাজানো হয়েছে। এর প্রথমজনই হচ্ছে সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন নির্মাতা পরবর্তী দুই প্রজন্মের।
সত্যজিৎ রায় সম্পর্কিত আরও খবর : বাংলা ধ্রুপদী চলচ্চিত্রের দিকপাল সত্যজিৎ রায়
ছবিটির গল্পে দেখা যাবে, সত্যজিৎ রায় ও তার সৃষ্টিকে সাথে নিয়ে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি পরিভ্রমণের সূত্রে নবীন নির্মাতা অপরাজিতা হক সত্যজিৎ রায় নির্মিত ‘অপু ট্র্রিলজি’র সাথে জুড়ে থাকা প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প আবিস্কার করে। নির্মাণের আড়ালে থাকা নির্মাতার অজানা অধ্যায়ও উঠে আসে এ অনুসন্ধানে।
ছবিটিতে প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে আহমেদ রুবেল অভিনয় করেন। নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।
আরও পড়ুন : মৌসুমী-আহমেদ রুবেলের পর ‘দেশান্তর’ সিনেমায় ইয়াশ রোহান
প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন পংকজ মজুমদার, সাইদ বাবু,লাবন্য চৌধুরী, এহসানুল হক, সঙ্গীতা চৌধুরীসহ অনেকে।
‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রটি আগামী মার্চ ও এপ্রিলে কিছু উৎসবে অংশগ্রহণের পর মে মাসের ২ তারিখ সত্যজিৎ রায়ের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন পরিচালক।