তরুণ কবি, গীতিকার ও অভিনেতা আব্রাহাম তামিম এবার ইফতেখার শুভ পরিচালিত সিনেমা ‘মুখোশ’ এর জন্য দুটি গান লিখেছেন। তার কথায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও নোবেলম্যান খ্যাত মাইনুল আহসান নোবেল।
গীতিকার আব্রাহাম তামিম এ বিষয়ে জানিয়েছেন, গান দুটির একটি রোমান্টিক ঘরানার। আরেকটি সিনেমার টাইটেল গান। আসছে ২ জানুয়ারি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে সিনেমাটির টাইটেল সং অবমুক্ত করা হবে।
আব্রাহাম তামিমের কথায় ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনার কণ্ঠে গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এদিকে টাইটেল সং এ কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় এ গানের সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।
‘মুখোশ’ সিনেমা আসছে জানুয়ারির ২১ তারিখে মুক্তির তারিখ চূড়ান্ত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি, চিত্রনায়ক জিয়াউল রোশান এবং ছোট ও বড়পর্দার শক্তিমান অভিনেতা মোশাররফ করিম এই সিনেমায় অভিনয় করেছেন। রঙিলা সাধু খ্যাত আব্রাহাম তামিমও এ সিনেমায় অভিনয় করেছেন।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘মুখোশ’ সিনেমার ফার্স্টলুক। নতুন বছরের শুরুর দিন ছবিটির ট্রেইলার প্রকাশ পাবে বলে জানা গেছে।
নির্মাতা ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায়। পরিচালকের নিজের লেখা উপন্যাস ‘পেজ নম্বর ৪৪’ অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন তিনি। এটি তার নির্মিত প্রথম ছবি।