বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমে বাসায় বসে চিকিৎসা নিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বোন ঝুমুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বর্তমানে শাবনূর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। কালচারাল ইয়ার্ড পরিবার এই গুনী অভিনেত্রীর আশু রোগমুক্তি কামনা করছে।
ঝুমুর জানান, গত সপ্তাহ থেকে শাবনূরের জ্বর ছিলো। এরপর তার করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে।
কয়েকদিন তিনি বাসায় আইসোলেটেড ছিলেন। কিন্তু হঠাৎ করেই আজ বুধবার অবস্থা জটিল হলে অ্যাম্বুলেন্স কল করে তাকে হাসপাতালে নেয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক নন্দিত এই অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তকুল ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সবাই তার জন্য দোয়া করছেন।