জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। এ ছবির লাইন প্রডিউসার হিসেবে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেন জেমী। এবার তিনি দিলেন নতুন খবর। এ সিনেমায় জেমী একটি চরিত্রে অভিনয়ও করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়ে নিজের চরিত্রের মেকাপের কিছু ছবি ও ভিডিও দিয়েছেন জেমী। তিনি জানান, আগরতলা ষড়যন্ত্র মামলার তিন বিচারকের মধ্যে মুখ্য বিচারকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ চরিত্রে অভিনয় করে সবার প্রশংসা পেয়ে উচ্ছসিত জেমী।
তিনি বলেন, আমি অভিনেতা নই। তারপরও কিছুটা অনুশীলন, সামান্য লেখাপড়া এবং পরিচালনার দায়িত্ব পালন করতে করতে অভিনয়ের পরিমিতি বোধ সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা হয়েছে। বলিউডের হেয়ার স্টাইলিস্ট এবং মেকাপম্যান হামিদ আমার হেয়ার স্টাইল এর মাধ্যমে চরিত্রের সাথে মিল রাখার চেষ্টা করেছে। আশা করছি ভালো কিছু হবে।
মোহাম্মদ হোসেন জেমী চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন। তিনি সিনেমায় চিত্রগ্রহণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতাও করেন।
মোহাম্মদ হোসেন জেমী কলম্বিয়া কলেজ হলিউড থেকে ‘ব্যাচেলর আর্টস অব সিনেমা’য় গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। ১৯৯৬ সালে কলম্বিয়া কলেজের ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ নির্বাচিত হন তিনি।