কালচারাল ইয়ার্ড ডেস্ক :
তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। কোথাও কোথাও বিরাজ করছে শৈত্য প্রবাহ। কনকনে ঠাণ্ডায় যেখানে ভারি ভারি গরম জামা-কাপড় ছাড়া টিকা দায়, সেখানে তীব্র শীতে পুরো ১২ ঘন্টা ভিজে শুটিং করলেন সোহানা সাবা। এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা চলচ্চিত্র শুটিংয়ে নিজের সর্বোচ্চ ডেডিকেশন দেখিয়ে প্রশংসায় ভাসছেন।
অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা সাবা। তিনি গত ২ ও ৩ জানুয়ারি সিনেমাটির একটি গানের শুটিংয়ে অংশ নেন মানিকগঞ্জে। রবীন্দ্রনাথের ‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’ গানের চিত্রায়নেঝুম বৃষ্টিতে ভিজতে হয় সোহানা সাবাকে। বৃষ্টি দৃশ্যের জন্য রেইন মেশিন ব্যবহার করা হয়।
তীব্র শীতে টানা দুই দিনে ১২ ঘণ্টা ভিজেছেন সোহানা সাবা। এই অনুভূতিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। সাবা বলেন, ‘অনেকেই বলে অভিনয় করা সবচেয়ে সহজ! হ্যাঁ, অবশ্যই সহজ কাজ যখন আপনি ১৪ ডিগ্রি সেলসিয়াসে ১২ ঘণ্টা ধরে ভিজবেন একটি ৩ মিনিটের গানের জন্য এই শীতের রাতে।’
এদিকে শীতের কনকনে রাতে ২ দিনে ভিজে তার ঠান্ডায় গলা বসে গেছে। হাঁচ্চি, কাশি এবং মৃদু জ্বরে আক্রান্ত তিনি। তবে কাজটি ঠিকমতো সম্পন্ন করতে পারায় বেজায় খুশি এই নায়িকা।
সোহানা সাবা জানান, কাজটি করতে পেরে তিনি খুব আনন্দিত। সিনেমার পরিচালক গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস খুব সাহায্য করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, পরিচালক তাকে শুটিংয়ের ফাঁকে হিট মেশিনে বারবার শরীর উষ্ণ করার চেষ্টা করেছেন। তাকে টাওয়েল জড়িয়ে দিয়েছেন। দর্শকরা তার এই কাজটি বেশ পছন্দ করবেন বলে মনে করেন সাবা।
যাত্রাশিল্পীদের জীবনের একটি গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির প্রেক্ষাপট। অরুণা বিশ্বাস নিজে সিনেমাটির গল্প লিখেছেন। তার ভাই প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ মিলে ছবিটির সংলাপ রচনা করেছেন।
গুনী অভিনেতা আবুল হায়াত ও গুনী অভিনেত্রী অরুণা বিশ্বাস সিনেমাটিতে অভিনয় করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।
চলতি মাসেই সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।