চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারি
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের সব প্রক্রিয়া শেষের দিকে। ৭ জানুয়ারি সাধারণ সভা ও আগামী ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিশা সওদাগর বলেন, ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন করার নিয়ম। সেই নিয়ম মেনেই নির্বাচন আয়োজন করা হচ্ছে।
তিনি জানান, ৭ জানুয়ারি সমিতির সব সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিগত কমিটির বাৎসরিক আয়, ব্যয়সহ নানা কাজের হিসাব তুলে ধরা হবে।
গত বছর ৩০ অক্টোবর চলচ্চিত্র সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ৮ (চ) অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী শীঘ্রই তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠছে যেন বিএফডিসি। শিল্পীদের আনাগোনা বাড়ছে। নির্বাচনের প্যানেল নিয়ে চলছে আলোচনা।
এবারে দুটি প্যানেল নিয়ে আলোচনা হচ্ছে। ২টি প্যানেলের মধ্যে অভিনেতা ইলিয়াস কাঞ্চন একটি প্যানেলের সভাপতি হিসেবে নির্বাচন করছেন এমনটাই শোনা যাচ্ছে। আর তার সঙ্গে যুক্ত হয়ে সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণের নাম শোনা যাচ্ছে।
এদিকে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের একটি প্যানেল আবারও নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। আরও দুজন নির্বাচন কমিশনার হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন জেমী এবং মোহাম্মদ হোসেন।