জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী কিম মি সু। মাত্র ৩১ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করলেন। তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল কোরিয় ড্রামা ইন্ড্রাস্ট্রি। তাইনিউং সুংসিম ফিউনারেল হোমে কিম মি সু-এর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো কিম মি সু’র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমসহ রাষ্ট্রের বিভিন্ন মাধ্যমে এই তরুণী অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে। তবে সংবাদমাধ্যমগুলো এখনও তাঁর মৃত্যুর কারণ জানাতে পারে নি।
কোরিয়ান সংবাদমাধ্যমগুলো কিম মি সু-এর সংস্থা ল্যান্ডস্কেপ এন্টারটেইনমেন্ট এর একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘আমরা দুঃখজনক এবং হৃদয়বিদারক খবর প্রচার করছি। কিম মি সু হঠাৎ করেই ৫ জানুয়ারি মারা গেছেন। শোকাহত তার পরিবার। আমরা আন্তরিকভাবে গুজব বা অনুমানমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বলছি। যাতে শ্রদ্ধার সঙ্গে অভিনেত্রীকে স্মরণ করতে পারে। তার পরিবারের ইচ্ছা অনুযায়ী, শেষকৃত্য সম্পন্ন হবে। অনুগ্রহ করে কিম মি সু-এর শান্তি কামনা করুন’।
কোরিয়ান অভিনেত্রী কিম মি সু জনপ্রিয় ড্রামা সিরিজ ‘হেলবাউন্ড’, ‘হাই বাই মামা’, ‘দ্য স্কুল নার্স ফাইলস’সহ বেশ কিছু জনপ্রিয় সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয় হন। জয় করেন ড্রামা প্রিয় দর্শকদের হৃদয়ে।