কালচারাল ইয়ার্ড ডেস্ক :
চলচ্চিত্র ও টেলিভিশনের উদীয়মান অভিনয়শিল্পী রুবিনা আলমগীর। সিনেমার আইটেম গানে নেচেও সবার নজর কেড়েছেন তিনি। শুধু নাচ ও অভিনয়েই নয় তিনি উপস্থাপনা, মডেলিংসহ শোবিজের নানা শাখায় কাজ করে যাচ্ছেন।
শাহীন কবির টুটুলের ‘লুকোচুরি’ নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু পথচলা। অভিনেতা রাশেদ মামুন অপু’র ‘টেস্টি ট্যুর’ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর ডাক পান নির্মাতা মোহাম্মদ নুরুদ্দিনের ওয়েব ফিল্মে। ‘ভাইজান’ নামের ছবিটি দারুণ হিট হয়। এরপর ছোটপর্দায় ব্যস্ততা বেড়ে যায় তার।
ইতোমধ্যে অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বিজ্ঞাপন ও ফ্যাশন দুনিয়ায় মডেলিংও করেছেন। জননী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপন করে দর্শকদের নজর কেড়েছেন। এরপর থেকে মেগা ধারাবাহিকে অভিনয়ের জন্য ডাক পেতে থাকেন।
রুবিনা অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও দীর্ঘদিন থেকে কাজ করছেন। শিল্পকলা একাডেমিসহ রাজধানীর প্রায় সবগুলো মঞ্চে নাচে দ্যুতি ছড়িয়েছেন তিনি। শীর্ষস্থানীয় নির্মাতা ইফতেখার চৌধুরীর ‘রাজত্ব’ ছবিতে আইটেম গার্ল হিসেবে কাজ করার পর ফিল্মি দুনিয়া থেকে কাজের ডাক আসতে থাকে। শিডিউল জটিলতায় অনেকগুলো কাজ ছেড়ে দিতে হয় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীকে।
রুবিনা কাজ করেছেন ইফতেখার চৌধুরীর ‘রাজত্ব’, এ কে আজাদের ‘বাজি’, টিপু সুলতানের ‘পাহাড়ি কন্যা, তুহিন তোফাজ্জলের ‘কবি’সহ বেশ কয়েকটি ছবিতে। এখন ব্যস্ত রয়েছেন রকিবুল আলম রাকিবের ‘প্রেমিক, এস এম কাননের ‘প্রেম মাতালসহ প্রায় অর্ধডজন ছবিতে।
তিনি প্রায় ৩০ এর কাছাকাছি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অভিনয় করেছেন মিউজিক্যাল ফিল্ম ‘অবুঝ মনের ভালোবাসা’, শর্টফিল্ম ‘বৌ আমার মডেল, বিয়ের আগে বউ তালাক, প্রেমে আত্মহত্যা ইত্যাদি।
রুবিনা বলেন, স্রোতের সাথে গা না ভাসিয়ে কাজের ক্ষেত্রে আমি গল্প ও চরিত্রকে প্রাধান্য দেই বলেই আমার কাজের সংখ্যা কম। মানসম্পন্ন দুই/চারটা কাজ একজন শিল্পীর ক্যারিয়ারকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম।
নাচের বিষয়ে রুবিনা বলেন, অভিনয় এবং নাচ আমার শরীরের দুটি অঙ্গ। শৈশব থেকেই নাচের সাথে আমার পথচলা। গতানুগতিক তারকা হওয়ার চেয়ে প্রকৃত শিল্পী হিসেবে আমার পরিচিতি হোক সেটাই আমি চাই। স্বপ্নের চরিত্র ও ভালো কিছু কাজের মধ্য দিয়ে দর্শকদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।
রুবিনা আলমগীর শোবিজের বিভিন্ন শাখায় সফলতার স্বীকৃতি হিসেবে শেরে বাংলা সাংস্কৃতিক জোট, উজান সাংস্কৃতিক সংগঠন, সোনার বাংলা সাংস্কৃতিক সংসদসহ আরো বিভিন্ন সংগঠনের সম্মাননা পেয়েছেন।