কালচারাল ইয়ার্ড ডেস্ক :
আসন্ন ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি প্যানেল করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ইলিয়াস কাঞ্চন এই প্যানেলের সভাপতি ও নিপুণ সেক্রেটারি পদপ্রার্থী।
চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ইমনসহ আরও শিল্পী যুক্ত রয়েছেন। এই প্যানেল নিয়ে বেশ কিছুদিন যাবত গুঞ্জন শোনা গেলেও তা এখন সত্য হচ্ছে বলে শিকার করেছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।
ইলিয়াস কাঞ্চন নির্বাচনের প্যানেল করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করবেন। তার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে বলেও জানান তিনি।
এছাড়া রিয়াজ, ফেরদৌস, ইমন তাদের প্যানেলে থাকবেন বলেও জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে তাদের মধ্যে কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয় নি।
এদিকে ফাইট ডিরেক্টর, নৃত্যপরিচালক, চিত্র পরিচালক, প্রযোজক ইন্ডাস্ট্রির কিছু মানুষ তাদের প্যানেলে সমর্থন দিচ্ছেন বলেও জানান ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, আমাদের শিল্পীরা অনুদান নিতে চায় না। তারা নিয়মিত কাজ করতে চায়। ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হয়ে সেই দূরত্ব দূর করতে চাই।
এর আগে ইলিয়াস কাঞ্চন ১৯৮৯-৯০ সালের নির্বাচনে সেক্রেটারি ছিলেন। তিনি শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে এবারের শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আরেকটি প্যানেলে নেতৃত্ব দেবেন বরাবরের মতো গেলো মেয়াদে দায়িত্ব পালন করা সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
পীরজাদা হারুন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন । তার সঙ্গে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী এবং মোহাম্মদ হোসেন।