টলিউড পাড়ায় আবারও করোনা হানা দিয়েছে। শ্রীলেখা মিত্র, সোহম, কৌশানি, বনি, সৃজিত মুখার্জীসহ তারকারা একে একে আক্রান্ত হচ্ছেন কোভিডে। এবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি দুই বাংলায় সমান জনপ্রিয়।
ঋতুপর্ণা তাঁর ইনস্টাগ্রামে নিজের করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সাথে সাথে নিজেকে আইসোলেট করে ফেলি বাড়িতে। ডাক্তারের সমস্ত পরামর্শ মেনে চলছি। সৃষ্টিকর্তার কৃপায় এখন অনেকটা সুস্থ আছি। আশা করছি দ্রুত সেরে উঠতে পারব। সবাই নিজের খেয়াল রাখবেন।’
সম্প্রতি পরিচালক অতনু বসুর সিনেমার শুটিং-এ দার্জিলিংয়ে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাতে স্বামী সঞ্জয়সহ পুরো পরিবারকেই নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই তিনি অসুস্থবোধ করেন।