আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ঢালিউডের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। কাঞ্চন-নিপুন প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন তিনি।
মঙ্গলবার প্যানেলের অন্য সদস্যদের সঙ্গে পরীমনির মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছে বলে কাঞ্চন-নিপুন প্যানেলের একাধিক সদস্য জানিয়েছেন। পরী তার মনোনয়নপত্রে সাক্ষরও করেছেন বলে জানা গেছে।
কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে চিত্রনায়ক রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবসহ আরও বেশ ক’জন তারকা শিল্পী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
পরীমনি এরই মধ্যে ‘মহুয়া সুন্দরী’, স্বপ্নজাল’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমাসহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে গেলো বছর পুরোটা সময় জুড়ে আলোচনায় ছিলেন পরীমনি। এ বছরের শুরুতে চিত্রনায়ক রাজকে বিয়ে করার খবর প্রকাশ হয়। এমনকি চিত্রনায়ক রাজের সন্তানের মা হচ্ছেন বলেও জানিয়েছেন পরী।