কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় ৪৫ বছর বয়সী এই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়।
ঢাকার মিটফোর্ড হাসপাতালে তার লাশ সনাক্ত করেন তার বড় ভাই খোকন। পরিবারের লোকজন তার লাশ খুঁজে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানিয়েছেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য তার লাশ রাখা হয়েছে।
এর আগে শিমুর পরিবার রবিবার (১৬ জানুয়ারি) নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। তিনি ছিলেন রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা।
নির্মাতা কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন শিমু। প্রায় ২০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন শিমু। সর্বশেষ ২০০৪ সালে ‘জামাই শ্বশুর’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এছাড়া অসংখ্য টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
তিনি একটি বেসরকারি টিভির মার্কেটিং বিভাগেও কর্মরত ছিলেন। নাটক নির্মাণের জন্য একটি প্রোডাকশন হাউজও ছিলো শিমুর।
তিনি গত মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ থেকে বাদ পড়েন বলে জানা যায়। এরপর তিনি এ নিয়ে অনেক আন্দোলনেও অংশ নিয়েছিলেন।