বহুদিন পর টেলিভিশন লাইভে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা ইসলাম। বুধবার (২৫ জানুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন ‘মিউজিক ক্লাব’-এ আসছেন তিনি।
এ প্রসঙ্গে মিলা ইসলাম জানান, ‘অনেকদিন টিভি লাইভে গান পরিবেশন থেকে বিরত ছিলাম। এখন থেকে নিয়মিত দর্শক আমার গান শুনতে পারবেন।’
অনুষ্ঠানে দর্শক ফোন করে মিলার সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। এই অনুষ্ঠানে গান ছাড়াও নিজের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা জানাবেন মিলা।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ জানিয়েছেন, দেশের অনেক জনপ্রিয় গানের গায়িকা মিলা দীর্ঘদিন পর বাংলাভিশনের পর্দায় আসছেন। দর্শক অনেকদিন পর লাইভ তার গান শুনতে পারবেন।
মিলা সব ধরণের গান বিশেষ করে রক ঘরানার গানে অন্য একমাত্রা যোগ করেছেন। অনেকদিন পর মিলার লাইভ পারফরমেন্স সবার ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান।