স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কাঞ্চন-নিপুনরা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখন সরগরম শিল্পীরা। শিল্পী-কুশলীদের পদচারণায় সরগরম বিএফডিসি। মিশা-জায়েদের বিপরীতে এবার প্যানেল হয়েছে কাঞ্চন-নিপুন। এবারের এ প্যানেল বেশ আলোচনায় আছে। নানামুখী আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করলেন তারা।
আগামী ২৮ জানুয়ারি শুক্রবার শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠান হবে। কাঞ্চন-নিপুন ও মিশা-জায়েদ এই দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুনসহ এই প্যানেলের বেশ কিছু সদস্য।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রার্থী রিয়াজ, সহ সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন।
এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তারা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন। বিএফডিসি যেহেতু মন্ত্রীর নির্বাচনী এলাকাতেই পড়ে, তাই নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দিক নিদের্শনা নিতে গিয়েছেন বলে জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, মন্ত্রী আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন নির্বাচন সুষ্ঠুভাবে করতে সহযোগিতা করবেন।
এদিকে মঙ্গলবার দুপুরে মগবাজারের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে নিজেদের নির্বাচনী ইশতেহার ও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তারা।