একই সঙ্গে চলছে শিল্পী সমিতি ও শিল্পী সংঘের ভোটগ্রহণ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
শোবিজের বড় দু’টি সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘ। একটি চলচ্চিত্র শিল্পীদের সংগঠন, আরেকটি টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন। দুটি সংগঠনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। তা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ। অভিনয় শিল্পী সংঘের ভোট গ্রহণ চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। শিল্পীরা বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুটি নির্বাচনে ভোট দিচ্ছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন ও মিশা-জায়েদ প্যানেল।
চলচ্চিত্র শিল্পী সমিতির মোট ৪২৮ জন ভোটার। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন কমিশনার হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন পরিচালক সোহানুর রহমান সোহান।
এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে । সভাপতি প্রার্থী হিসেবে আছেন আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আছেন রওনক হাসান।
অভিনয় শিল্পী সংঘের মোট ৪৮ জন প্রার্থী। মোট ২১টি পদের জন্য লড়ছেন তারা। মোট ভোটার রয়েছে ৭৪৮ জন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ।
সভাপতি পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। সাধারণ সম্পাদক পদে রওনক হাসান ও কবীর টুটুল। সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন- তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, দিলু মজুমদার, সেলিম মাহবুব ও ইকবাল বাবু।