অবশেষে লড়াই করে জয় ছিনিয়ে আনলেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ । টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়লেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিনা প্রতিদ্বন্ধিতায় চিত্রনায়িকা নিপুণের নাম ঘোষণা দেন আপিল বোর্ড।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দিয়ে জানিয়েছেন, একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে।
চুন্নুর জায়গায় বিজয়ী ঘোষণা করা হয়েছে নাদির খানের নাম। এদিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধেও ব্যবস্থার কথা বলেছেন আপিল বোর্ডের প্রধান সোহান।
রবিবার (৬ ফেব্রুয়ারি) এই বিষয়ে সংবাদ সম্মেলন করে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান সোহান।
এর আগে বিকাল সোয়া ৪টার দিকে সমর্থকদের বহর নিয়ে বিএফডিসিতে আসেন নিপুণ। সবার মুখে স্লোগান ছিলো ‘উই ওয়ান্ট জাস্টিস’। এসময় নিপুণের সঙ্গে ছিলেন সাইমন সাদিকসহ বিভিন্ন সমিতির সদস্যরা ছিলেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত আরও খবর
শিল্পী সমিতির সামনে খোলা প্রাঙ্গণে নিপুণ অংশ নেন আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেনের সঙ্গে। এদিন বিবাদী জায়েদ খান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেন নি।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনের পরপরই সংবাদ সম্মেলন করে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন নিপুন। সেগুলোর জবাবও দেন জায়েদ খান।
এসব অভিযোগের বিপরীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর দিকনির্দেশনা চেয়ে চিঠি দিয়েছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেক বৈঠক করে এই সিদ্ধান্ত দেয় আপিল বোর্ড।