আবারও ভারতের চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন আরিফুল ইসলাম
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
আবারও ভারতের চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন বাংলাদেশের চলচ্চিত্রকার মোঃ আরিফুল ইসলাম। তিনি এবার ভারতের মহারাষ্ট্রে ১২ থেকে ১৫ মার্চ অনুষ্ঠেয় ফিল্মিসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ এর বিচারক হিসাবে কাজ শুরু করছেন। এর আগে আরিফুল ইসলাম ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ১৪তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২২ এর বিচারক হিসাবে কাজ করেন।
এর আগে তিনি ২০১৯ সালে আমেরিকার হাইওয়ে৬১ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ এর বিচারক ছিলেন। এটি আরিফুল ইসলামের তৃতীয় চলচ্চিত্র বিচারক হিসাবে কাজ করা।
এই বিষয়ে মোঃ আরিফুল ইসলাম জানান, ফিল্মিসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ এর বিচারক হিসাবে মো: আরিফুল ইসলামকে তাদের সিলেক্টেড ৫০টি চলচ্চিত্রগুলো দেখে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের তালিকা তৈরি করে পাঠাতে হবে।
ইতোমধ্যে উক্ত চলচ্চিত্রগুলো দেখার লিংক ও ফরম আরিফুল ইসলামকে প্রদান করেছে উৎসব কর্তৃপক্ষ। এই চলচ্চিত্রগুলো দেখে বিচারের কাজ শেষ করে উক্ত চলচ্চিত্র উৎসবের কৃর্তপক্ষের কাছে পাঠাতে হবে ৮ মার্চের মধ্যে।
এ বিষয়ে কালচারাল ইয়ার্ডকে মোঃ আরিফুল ইসলাম বলেন, “এটা খুবই সম্মানের বিষয় দেশের বাইরের কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হওয়া। আর আমি কাজটা খুবই উপভোগ করি। এর আগে আমি ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক উৎসবের বিচারক হিসাবে আমেরিকার হাইওয়ে৬১ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাই। উক্ত চলচ্চিত্র উৎসবে আমার বিচারের মাধ্যমে স্টুডেন্ট শর্ট এ ত্রেুায়োশিয়ার জো- (নির্মাতা-মার্টা ক্রুনিক) এবং ড্রামা শর্ট এ হাঙ্গেরীর দ্যা বিগ শট (নির্মাতা-বর্সস) সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিলো।”
গেল বছর ‘‘১৪তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২২ এ ১৪টি দেশের ২৮ জন বিচারকের মধ্যে আমি একজন হিসাবে কাজ করেছি। উক্ত চলচ্চিত্র উৎসবে আমার বিচারে ৪৮টা চলচ্চিত্র থেকে নির্বাচিত ২০টা চলচ্চিত্র থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি চলচ্চিত্রকে পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, মোঃ আরিফুল ইসলাম নির্মিত স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র এই পর্যন্ত দেশে-বিদেশের মোট ৪৮টা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আমেরিকা ও রোমানিয়ার চলচ্চিত্র উৎসব থেকেও তার ছবি পুরস্কার পেয়েছে।