বরেণ্য গণসঙ্গীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের নামে এবার রাজধানীতে একটি সড়কের নামকরণ করা হয়েছে। রাজধানীর খিলগাঁও এলাকার চৌধুরীপাড়া ৬ নম্বর সড়কের নামকরণ করা হয়েছে ‘ফকির আলমগীর সড়ক’।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে সড়কে নামফলক বসানো হয়েছে। ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর এর জন্য বেশ আনন্দিত বলে জানিয়েছেন।
মাশুক আলমগীর রাজীব জানান, তার বাবাকে সম্মান জানানোর জন্য এটা দারুণ উদ্যোগ। তিনি এই সম্মানে আপ্লুত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয় আতিকুল ইসলাম সাহেবের কাছেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই এলাকায় অনেক স্মৃতি আছে। তিনি এখানে জীবনের অনেক সময় কাটিয়েছেন৷ এখানকার মানুষ তাকে সম্মান করতেন৷ সেখানে বাবার নামে সড়ক, ভাবতেই ভালো লাগছে।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফকির আলমগীর গত বছরের ২৩ জুলাই মারা যান। একই বছরের ২৬ সেপ্টেম্বর গুলশান নগর ভবনে ২য় পরিষদের ৮ম কর্পোরেশন সভায় সবার সম্মতিতে এই সড়কের অনুমোদন দেওয়া হয়। অবশেষে সেটা বাস্তবায়ন সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। একাত্তরে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতাও তিনি।
১৯৮২ সালের বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে তার ‘ও সখিনা’ গানটি প্রচারের পর দর্শকের মধ্যে সাড়া ফেলে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন ফকির আলমগীর। তিনি ১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন।