ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাই পল্লবী । ভার্সেটাইল অভিনেত্রী হিসেবেও ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন। ন্যাচারাল অভিনয়ের পাশাপাশি ন্যাচারাল লুকের জন্যে ভক্তদের কাছে সে হয়ে উঠেছে স্বপ্নের নায়িকা।
২০১৬ সালে এমবিবিএস পাশ করা সাই পল্লবীর সিনেমায় অভিষেক হয় ২০১৫ সালে। কিন্তু এখনও কোন প্রেমের গুঞ্জন শোনা যায়নি তামিল, তেলেগু এবং মালায়ালাম চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর। প্রেম-বিয়ে নিয়ে কথা বলতেও দেখা যায়নি তাকে। ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত ও সিঙ্গেল তিনি, এমনটাই দাবি তার।
তাই ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর কেমন পুরুষ পছন্দ? সেটা জানার জন্যে অধীর আগ্রহে বসে আছে ভক্তকূল। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন কেমন ছেলে তার পছন্দ।
এ প্রসঙ্গে সাই পল্লবী বলেন, ‘আমি সেইসব ছেলেদের পছন্দ করি, যার হৃদয়টা খুব সংবেদনশীল। তারা যদি হৃদয় থেকে কিছু বলে আমি তা শুনতে পছন্দ করি। যারা নিজেকে নিয়ে গর্ববোধ করে সেসব পুরুষদের আমার পছন্দ নয়। যদি কেউ ফিট থাকে তবে তার বডি বিল্ড করারও প্রয়োজন নেই। যারা মেয়েদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে না এবং আত্মত্যাগী তাদেরকে আমার পছন্দ।’
সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিরতা পারভাম’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তি পেয়েছে গত ১৭ জুন।
বর্তমানে ‘গার্গি’ নামের একটি ছবির শুটিং করছেন তিনি। ৯ মে ছিলো তার জন্মদিন। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন তিনি। ‘গার্গি’ শিরোনামের এই সিনেমা পরিচালনা করছেন গৌতম রামচন্দ্রন।