শোবিজের এ সময়ের পরিচিত মুখ মৌ রহমানের জন্মদিন আজ। তিনি ইতোমধ্যেই মডেলিং ও অভিনয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। জনপ্রিয় মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকে অভিনয় করেছেন। ভালো গল্প আর প্লট পেলে চলচ্চিত্রে অভিনয় করতে চান তিনি।
মৌ রহমান পড়াশুনা করেছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। আরটিভির লুক অ্যাট মি ম্যাগাজিনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ বেশ কিছু নামীদামী প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপণচিত্রসহ আরও বেশকিছু টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশকিছু মিউজিক ভিডিওর মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি।
মৌ অভিনয় করেছেন সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ও রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’-তে। অভিনয় করেছেন আরও বেশকিছু জনপ্রিয় টেলিভিশন নাটকেও।
ভালো গল্প হলেই তিনি শীঘ্রই চলচ্চিত্রে অভিনয় করতে চান এমনটাই জানিয়েছেন মৌ। তিনি বলেন, দর্শকরা আমাকে যেভাবে গ্রহণ করেছেন দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। আশা করি আগামীতে দর্শকদের আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারব।