মা হওয়ার জন্য বাবা জরুরি নয়, বুবলীকে নিয়ে জ্যোতিকা জ্যোতি
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
চলচ্চিত্রপাড়ায় এখন গুঞ্জন রটেছে চিত্রনায়িকা শবনম বুবলীর বেবি বাম্প নিয়ে। এই সন্তানের পিতা কে এটা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে সন্দেহের তীর ঢালিউড সুপারস্টার শাকিব খানের দিকে। এ নিয়ে কিছু না বললেও গুঞ্জনের পক্ষে একটু ইঙ্গিত পাওয়া গেছে বুবলীর মুখে। এ বিষয়ে খুব শীঘ্রই প্রকাশ্যে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে যখন সরব সামাজিক মাধ্যম। তখনই এ বিষয়ে নিজের অভিব্যাক্তি নিয়ে স্ট্যটাস দিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
তিনি বলেন, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো। মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’
জ্যোতি লেখেন, ‘এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না। এরা মানুষ হিসেবে গণনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’
এর আগে ২০০৮ সালে শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন। তখন দু’জনেই সে খবর গোপন রেখেছিলেন। এরপর তাদের ছেলে আব্রাম খান জয়ের জন্ম। সেটি প্রকাশ্যে আসে ২০১৭ সালে। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার গুঞ্জন উঠেছে বুবলীর ক্ষেত্রেও।