ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার হাল সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে এমন একটি ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে শাকিব খানও নিজের ফেসবুক পেজে এমন একটি পোস্ট দিয়েছেন।
বিগস্ক্রিন প্রযোজিত সিনেমাটিতে সহ-প্রযোজক হিসেবে আছে শাকিব খানের এসকে ফিল্মস। শাকিব খানের নাম ঘোষণা হলেও ছবির নায়িকা কে হবেন সেটি এখনই বলতে চাননা নির্মাতা-প্রযোজক কেউই। এটিকে চমক হিসেবেই রাখতে চান নির্মাতা।
দামাল মুক্তির পর নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রাফী। তিনি জানান, বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। নাম ও নায়িকা দুটোই শুটিংয়ের আগে জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
২০১৩ সালের যে কোনো একটি ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন প্রযোজক টপি খান।