জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা আর নেই। সোমবার ১০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
সাড়ে তিন বছর ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন ঈশিতার মা। সাভারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জাহানারা খান নদীকে দাফন করা হবে।
শোবিজের জনপ্রিয় মুখ ঈশিতা। তিনি বেশ কিছু বছর ধরে অভিনয়ে অনিয়মিত। তবে তিনি বেশ ভালো ভালো কিছু নাটকে অভিনয় করেছিলেন।
ঈশিতা নতুন কুঁড়ির মাধ্যমে তার মিডিয়ায় পথ চলা। তিনি শিশুশিল্পী হিসেবে নাটকে অভিনয় শুরু করেন। ১৯৮৬ সালে আল মনসুরের নৃত্যনাটে তিনি কাজ করেন। সাত বছর বয়সেই তিনি ইমদাদুল হক মিলনের ‘দুজনে’ নাটকে শিশুশিল্পী হিসেবে কাজ করে বেশ আলোচনায় আসেন।
ঈশিতা আবদুল্লাহ আল মামুনের ‘শীর্ষবিন্দু’, শহীদুল হক খানের ‘তিথি’, মোহন খানের ‘থাকা না থাকার মাঝখানে’, ফারিয়া হোসেনের ‘গল্প কথা কল্প লোকে’সহ বহু নাটকে অভিনয় করেন।