কালচারাল ইয়ার্ড ডেস্ক:
আশি বছরে পা দিলেন বলিউড ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভের জন্মদিনে কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হয়েছেন তিনি। একই সঙ্গে এই বিশেষ দিনে মুম্বাইয়ে অমিতাভ অভিনীত সর্বশেষ সিনেমা ‘গুডবাই’ সিনেমার প্রদর্শনী হচ্ছে। আর প্রতিটি টিকিটের দাম মাত্র ৮০ রুপি।
অমিতাভের ৮০তম জন্মদিনের উপহার হিসেবে ৮০ রুপিতে টিকিট বিক্রির অভিনব পদক্ষেপ নিয়েছেন প্রযোজক একতা কাপুর। বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
‘গুডবাই’ চলচ্চিত্রের গল্প ড়গে উঠেছে মধ্যবিত্ত পরিবারের এক বৃদ্ধকে কেন্দ্র করে। যার স্ত্রী হঠাৎ মারা যায়, এরপর তিনি কীভাবে সন্তানদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে সেতুবন্ধ করেন, তা নিয়েই এগিয়েছে কাহিনি।
ছবিটিতে উঠে এসেছে আত্ম-আবিষ্কার, পরিবারের গুরুত্ব ও যেকোনো পরিস্থিতিতে জীবনকে উদ্যাপনের কথা। ছবিটিতে অমিতাভের আরও অভিনয় করেছেন হাল আমলের তারকারা। ছিলেন রাশমিকা মান্দানা, নীনা গুপ্তা, সুনীল গ্রোভার, আশীষ বিদ্যার্থী, ইলি আভরামসহ অনেকে।
এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছে রাশমিকা মান্দানার। তিনি তারা চরিত্রে অভিনয় করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে পারার ঘটনাকে অবিশ্বাস্য বলছেন রাশমিকা। অমিতাভের সঙ্গে কাজ করা, তাঁর সঙ্গে কথা বলা, একই মঞ্চ ভাগ করতে পারা, একই বিষয় নিয়ে কথা বলা, তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়া, সবই যেন স্বপ্নের মতো রাশমিকার কাছে।
তিনি বলেন, স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। এটি পরম একটি সম্মান এবং এ অভিজ্ঞতা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে।
এদিকে অমিতাভের জন্মদিনের চমক হিসেবে আছে চার দিনের ‘বচ্চন ব্যাক টু দ্য বিগেনিং’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, কানপুর, ইনদোর, সুরাত, বারোদা, রায়পুর, কোলাহপুর, প্রয়াগরাজসহ ১৭টি শহরে পিভিআর সিনেমাসের ২২টি শাখায় ৮ অক্টোবর থেকে এর আয়োজন করা হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এর আয়োজন করেছে। তার জন্মদিনে এ উৎসবের টিকিট মিলছে ৮০ রুপিতে।
উৎসবে বড় পর্দায় দেখানো হচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’, ‘কালা পাথর’, ‘কালিয়া’, ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দিওয়ার’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘নমক হালাল’, ‘সত্তে পে সত্তা’ ও ‘মিলি’।
উৎসব প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, ‘কখনো ভাবিনি এমন দিন আসবে, যখন আমার ক্যারিয়ারের শুরুর দিকের এসব সিনেমা বড় পর্দায় ফিরে আসবে। এটি দারুণ এক উদ্যোগ। কারণ, এর মাধ্যমে আমার সেই সময়ের পরিচালক, সহশিল্পী ও টেকনিশিয়ানদের কাজও দেখা যাচ্ছে, যারা না থাকলে এসব সিনেমা হতো না। এটি এমন একটি যুগ ফিরিয়ে এনেছে, যা হারিয়ে গেছে, কিন্তু মানুষ ভুলে যায়নি।’
পিভিআর লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অজয় বিজলি জানিয়েছেন, ভারতে এ ধরনের উৎসব এটাই প্রথম। তাঁর কথায়, ফোন কিংবা ল্যাপটপ নয়, বড় পর্দায় বচ্চন সাহেবের স্মরণীয় চরিত্রগুলো দেখার দারুণ সুযোগ মিলছে উৎসবে।
উৎসবটি উপলক্ষে মুম্বাইয়ের পিভিআর জুহুতে অমিতাভের সত্তর ও আশির দশকে তোলা দুর্লভ ছবি, ফুটেজ ও পোস্টার নিয়ে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনী। এতে ‘শাহেনশাহ’ সিনেমায় তাঁর পরা জ্যাকেট প্রদর্শন করা হচ্ছে। স্মৃতিস্মারকের মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে বিরল এলপি রেকর্ড জ্যাকেট, লবি কার্ড ও শুটিংয়ের স্থিরচিত্র। এগুলো ইন্টারনেটে পাওয়া যায় না। ‘দিওয়ার’ সিনেমায় অমিতাভের শার্ট পরার একটি কাটআউট রাখা হয়েছে গ্যালারিতে।
উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছেন অমিতাভ বচ্চন। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন একজন নামকরা হিন্দি কবি। ভারতের স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় শব্দ ‘ইনকিলাব জিন্দাবাদের’ অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ করা হয়েছিল ইনকিলাব। পরে তাঁর নাম বদলে রাখা হয় অমিতাভ। তিনি অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন। ছেলে চিত্রনায়ক অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা নন্দাকে নিয়ে তাদের সংসার।
আরও পড়ুন : ঢাকার কোম্পানী থেকে নোরা ফাতেহিকে উকিল নোটিশ