ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব এবার জুঁটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা সুনেরা বিনতে কামালের সঙ্গে। তারা দুজন প্রথমবারের মতো জুটি বেধেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাটির নাম ‘জয় বাংলা ধ্বনি’।
২০২১-২২ অর্থ বছরে ছবিটি সরকারি অনুদান পায়। এতে নিরব ১৬ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন। আর সুনেরা এতে যুক্ত হয়েছেন দু একদিন আগে। সুনেরা এর আগে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন।
‘জয় বাংলার ধ্বনি’ সিনেমাটি পরিচালনা করবেন খ ম খুরশীদ। ছবির কাহিনী লিখেছেন শাহজাহান খান এমপি’।
ছবিটি নিয়ে নিরব জানান, মুক্তিযুদ্ধ আমার এক গৌরবের অধ্যায়। আমাদের অহংকার ও ঐতিহ্য বহন করে। সেই প্রেক্ষাপটের গল্পের সঙ্গে থাকতে পারাটা সৌভ্যাগের ব্যাপার। এই ছবির গল্প যখন শুনি তখন মুক্তিযুদ্ধের অনেক অজানা বিষয় জানতে পেরেছি। দর্শকরাও এ ছবির মাধ্যমে জানতে পারবেন।
জয় বাংলা স্লোগানকে পুনরায় পেয়ার আপ করা ও এই স্লোগানের গুরুত্ব এবং প্রভাব সবকিছুর সঙ্গে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হবে সিনেমাটি।- জানিয়েছেন নিরব।
চলতি মাসের শেষে ও নভেম্বরে ছবিটির শুটিং হতে পারে বলে জানা গেছে।
সুনেরা বলেন, এটি তার দ্বিতীয় ছবি। এছাড়া এই ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। এ ধরনের গল্প তাকে টানে বলে জানালেনি তিনি।
তিনি বলেন, আমার বিশ্বাস পরিকল্পনামত কাজটি করতে পারবে দর্শক উপভোগ করবেন। এর আগে তিনি সার্ফিং ও নারীর ক্ষমতায়নের গল্পকে কেন্দ্র করে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেন। তিনি ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।