গবেষণায় ‘নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তুহিনুর রহমানের গবেষণায় উঠে এসেছে ‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’। ফিল্ম আর্কাইভের এই গবেষণা নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। তিনি এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন।
‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শামীম আখতার প্রবন্ধের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি এ প্রবন্ধের উপর ভিত্তি করে একটি সময়োপযোগী গবেষণাকর্মের উপর জোর দেন।
সেমিনারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নারগিস আক্তার ও অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী এ প্রবন্ধের ওপর আলোচনা করেন। সব বিতর্ক ছাপিয়ে নিয়মিত সেলুলয়েডে নারীর উপস্থিতি ও ক্ষমতায়নের দিকগুলো উঠে আসা প্রয়োজন বলে মনে করেন আলোচকেরা।
তারা বলেন, বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের ইতিহাস দীর্ঘদিনের। এই রূপালি জগতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ সমান নয়। নির্মাতা হিসেবে নারীদের উপস্থিতি একেবারেই অপ্রতুল।
নারীর ক্ষমতায়নের বিষয়টি বরাবরই গুরুত্বহীন থেকেছে বলে উল্লেখ করে তারা বলেন, চলচ্চিত্রের পর্দায় নারী চরিত্রের উপস্থাপন নিয়ে সমাজে নানা বিতর্ক রয়েছে।
ছবি: ফয়সাল জাফর
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত সেমিনারে দেশের চলচ্চিত্রে নারীর ক্ষমতায়নের পরিপ্রেক্ষিত অনুসন্ধান ও পর্যালোচনা প্রাসঙ্গিকভাবে উঠে আসা যৌক্তিক বলে মত দেন আলোচকেরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল স্বাগত বক্তব্য রাখেন। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামুল কবীরের সভাপতিত্বে চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক ও গবেষকগণ আলোচনায় অংশ নেন।
এদিকে আগামী ৩০ অক্টোবর ‘স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্ববোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর ‘হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরুপ’, ৩ নভেম্বর ‘বাংলাদেশের চলচ্চিত্রে লোকউৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা’, ৭ নভেম্বর ‘সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব’ এবং ৯ নভেম্বর ‘ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।