জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মধ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন গায়ক আকবর। দীর্ঘদিন রোগে ভুগে অবশেষে মারা গেলেন তিনি। রবিবার ১৩ নভেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতিমা তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ৩টার দিকে আকবর মারা গেছে। বর্তমানে রাজধনীর পিজি হাসপাতালে রাখা হয়েছে তার মরদেহ। মিরপুর ১ নম্বরের বাসায় নেওয়া হবে তার মরদেহ। সেখানে হবে জানাযা।
গায়ক আকবর ডায়াবেটিসের পাশাপাশি দুই বছর ধরে জন্ডিস, কিডনির সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে যায়। এতে তাঁর ডান পা নষ্ট হয়ে গেলে পা কেটে ফেলতে হয় আকবরের। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যায়।
আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করা হয় তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদানও দেন।
গায়ক আকবর প্রথম জীবনে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সুরেলা কণ্ঠে গান গাওয়ার কারণে ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে আমন্ত্রণ পান তিনি। সেখান থেকে তার পরিচিত। এরপর তিনি ইত্যাদির জন্য ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি গেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বেশকিছু গানের অ্যালবামও বের হয় তার।