টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সম্প্রতি নিজের ৩৯ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছেন। তার বেশকিছু বোল্ড লুকের ছবিও ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এর মধ্যে এবার মালদ্বীপে বেড়াতে গেলেন তিনি। নীল জলে নিজেকে মেলে ধরে উষ্ণতা ছড়াচ্ছেন যেনো। সেই উষ্ণতায় শিক্ত হচ্ছে তার ভক্তরা।
মালদ্বীপের সৈকতে তোলা বেশ কয়েকটি ছবি তিনি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করছেন। কণ্ঠশিল্পী সায়ন্তনী ত্বিষা তার ছবিগুলো তুলে ধরেছেন। ছবিতে দেখা যায়, লাল ও সাদা-কালো পোশাকে তোলা ছবি ফেসবুক আপলোড দিয়েছেন রুনা খান। এরপর থেকেই লাইক-কমেন্টস এ ছড়িয়ে গেছে তার পেজ।
জানা গেছে, রুনা খান এখন ৬৬ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছেন। মাত্র এক বছরে তিনি কমিয়েছেন প্রায় ৩৯ কেজি ওজন।
সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ওয়েব সিরিজ ‘বোধ’-এ অভিনয় করেছেন তিনি। এখানে তার ‘দীপ্তি’ চরিত্রটি নজর কেড়েছে সবার। এর আগে অমিতাভ রেজা নির্মিত একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি শোবিজ অঙ্গনে পরিচিতি পান। সেটিকে তিনি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বলেন।