জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এবার নির্মাণ করছেন শাবনূরের বায়োপিক। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত হবে সিনেমা। ইতোমধ্যে শাবনূরের সঙ্গে বায়োপিক নিয়ে নির্মাতা কথাও বলেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মানিক বলেছেন, বায়োপিক নির্মাণের জন্য শাবনূরের সঙ্গে কথা হয়েছে। এ বায়োপিক নির্মাণের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হবে। এ সিনেমার মাধ্যমে বর্তমান প্রজন্মও তাঁর সম্পর্কে জানতে পারবে।
এ চলচ্চিত্রে শাবনূরের পুরো জীবনকাহিনি উঠে আসবে বলেও জানিয়েছেন নির্মাতা। এর আগে যদিও ‘শাবনূর আপা জিন্দাবাদ’ নামের একটি সিনেমা করার পরিকল্পনা ছিলো। সেখানে তার জীবনকাহিনি তুলে ধরার পরিকল্পনাও হয়েছিলো। কিন্তু সিনেমাটি পরে আর হয়নি।
মানিক বলেন, এবারের বায়োপিক পরিকল্পনায় শাবনূরকে নিয়েই হচ্ছে চিত্রনাট্য। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে শাবনূরের। তখন পুরো প্রজেক্ট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মানিক।
শাবনূরকে নিয়ে এর আগে মোস্তাফিজুর রহমান মানিক তৈরি করেছিলেন সিনেমা ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ইত্যাদি। নব্বই দশকের জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। দীর্ঘদিন তিনি দেশের বাইরে। বর্তমানে ছেলে আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।