কালচারাল ইয়ার্ড ডেস্ক:
স্বাধীনতার পর বিগত ৪৯ বছর ধরে স্বাধীন ও মুক্ত চলচ্চিত্র সংস্কৃতির দাবিতে লড়াই চালিয়ে আসছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। অবাধ চলচ্চিত্র সংস্কৃতির চর্চায় নিজেদের এ লড়াই চালিয়ে গেছে তারা। আর তাই এবার বাংলাদেশের স্বাধীনতাহীন চলচ্চিত্র সংস্কৃতির ৫১ বছর’শীর্ষক জাতীয় সভার আয়োজন করেছে সংগঠনটি।
বুধবার ২১ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে এ সভা। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
‘বাংলাদেশের স্বাধীনতাহীন চলচ্চিত্র সংস্কৃতির ৫১ বছর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। তিনি সবাইকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে সভায় চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, হায়দার রিজভী, মসিহউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র সমালোচক মাহমুদুল হোসেন ও ঢাকা ডকল্যাব পরিচালক তারেক আহমেদ সভায় বক্তব্য রাখবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের বন্দিত্ব ক্রমাগত বাড়ছে, সংকুচিত হচ্ছে চলচ্চিত্র সংস্কৃতির পরিসর। পরাধীন বাংলাদেশের বিভিন্ন শাসকগোষ্ঠীর বানানো বিভিন্ন আইন, বিধি ও নীতিমালায় যেমন বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি বন্দি ছিল, তেমনি বন্দি আছে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সরকারের বানানো বিবিধ আইন-নীতিমালা ও বিধিতে। অথচ মুক্তিযুদ্ধের অঙ্গিকার ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে মুক্ত সংস্কৃতির, মুক্ত চলচ্চিত্রের।
এই সভায় দেশের চলচ্চিত্র সংস্কৃতির অগ্রজ চলচ্চিত্রকার, কলাকুশলী, গবেষক-সমালোচক-লেখক-চলচ্চিত্র শিক্ষক, দেশের সকল চলচ্চিত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
বিজয়ের এই মাসে চলচ্চিত্র সংস্কৃতির স্বাধীনতা ও মুক্তির প্রশ্নে আমাদের সম্মিলিত হওয়ার মধ্য দিয়ে এই বন্দিত্ব নিরসনের পথ সন্ধান করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: শিল্পী-নির্মাতাদের ক্রিয়েটিভ সামিট ৩০ ডিসেম্বর