কালচারাল ইয়ার্ড ডেস্ক:
চলচ্চিত্র শিল্পের পালে নতুন হাওয়া বইবে নতুন বছরে এই চাওয়া নিয়ে চলচ্চিত্র সংস্কৃতির মানুষ আশায় বুক বেঁধেছে। বছর শেষে তাই চলচ্চিত্র রিফর্মের দাবিতে এক হয়েছিলেন নবযুগের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী কলাকুশলী আর সংশ্লিষ্টরা। আশায় বুক বেঁধে শুরু করেছেন নতুন বছর। গেলো বছরের কিছু সফল সিনেমা পরাণ ও হাওয়ার মত সিনেমা এই বছরেও নির্মাণ হবে। নব উদ্যমে চলচ্চিত্র সংস্কৃতি এগিয়ে যাবে, প্রত্যাশা সকলের।
এই বছরে ইতোমধ্যে মুক্তির অপেক্ষায় আছে বেশকিছু সিনেমা। এর মধ্যে আছে আবু রায়হান জুয়েল নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রটি। সিনেমাটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। এ সময়ের দুই হার্টথ্রব তারকা শিল্পী সিয়াম আহমেদ ও পরীমনি অভিনয় করেছেন এই সিনেমায়। ছবিটিতে আশীষ খন্দকার, শহীদুল আলম সাচ্চু ও আজাদ আবুল কালামের মতো শিল্পীরা। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে ছবিটি ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়। সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত বিগ বাজেটের সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে চলতি মাসেই। রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদের মতো তারকা শিল্পীরা এই সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন হালের জনপ্রিয় শিল্পী তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মনোজ প্রামাণিক, ইরেশ যাকেরসহ অনেকে।
ভূবন মাঝি ও গণ্ডি খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান একাত্তরের মুক্তিযুদ্ধের একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করেছেন সিনেমা ‘জে কে ১৯৭১’। সিনেমাটি এবার জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদরইশত হবে। মুক্তি পাবে দেশের হলগুলোতেও। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ের বিমান ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। মাসুম রেজা ছবিটির চিত্রনাট্য লিখেছেন। পশ্চিমবঙ্গের অভিনেতা সৌরভ শুভ্র দাশ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গের বর্ষিয়াণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ দেশে-বিদেশের বেশকিছু তারকা অভিনেতা অভিনয় করেছেন। অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো। অভিনয় করেছেন নিকোলাই নভোমিনাস্কিসহ অনেকে।
চিত্রনায়িকা রোজিনার নির্মিত সিনেমা ‘ফিরে দেখা’। এটি তার নির্মিত প্রথম সিনেমা। এতে ইলিয়াস কাঞ্চন, রোজিনা, নিরব, স্পর্শিয়াসহ আরও অনেকে অভিনয় করেছেন। মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী এলাকার একটি ঘটনাকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত।
ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। চিত্রনায়িকা ববি সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে। জাহিদ নিরব সিনেমাটির সংগীতায়োজন করেছেন।
এছাড়া ফেব্রুয়ারিতে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ মুক্তি পাবে। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালামসহ আরও অনেকে। ৫০০ বছর আগের গল্প দেখানো হবে ছবিটিতে। মৈমনসিংহ গীতিকার কাজল রেখার পালা থেকে নেওয়া হয়েছে সিনেমাটির গল্প।
সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেইসব দিনগুলো’ সিনেমাটি আছে এই বছরের মুক্তির তালিকায়। অভিনেত্রী হৃদি হক ছবিটি নির্মাণ করেছেন। একাত্তর সালের একটি পরিবার ও সেই সময়ের কিছু ঘটনা নিয়ে সিনেমার গল্প। প্রয়াত অভিনেতা ড. ইনামুল হক ছবিটির মূল গল্প রচনা করেছেন। ছবিটিতে বর্ষিয়াণ অভিনেতা মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন ফেরদৌস, তারিন, লিটু আনাম ও আব্দুন নুর সজলসহ অনেকে।
এছাড়া এই বছরে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান-শবনম বুবলি অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খান সিনেমাটি পরিচালনা করেছেন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী ছবিটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সাইবার থ্রিলার গল্পের সিনেমা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে মোশন পিপল স্টুডিও’র প্রযোজনায় ছবিটির গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।
সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেইসব দিনগুলো’ সিনেমাটি আছে এই বছরের মুক্তির তালিকায়। অভিনেত্রী হৃদি হক ছবিটি নির্মাণ করেছেন। একাত্তর সালের একটি পরিবার ও সেই সময়ের কিছু ঘটনা নিয়ে সিনেমার গল্প। প্রয়াত অভিনেতা ড. ইনামুল হক ছবিটির মূল গল্প রচনা করেছেন। ছবিটিতে বর্ষিয়াণ অভিনেতা মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন ফেরদৌস, তারিন, লিটু আনাম ও আব্দুন নুর সজলসহ অনেকে।
পংকজ পালিত নির্মিত সিনেমা ‘একটি না বলা গল্প’ মুক্তির অপেক্ষায় আছে। ২০১৯-২০ অর্থবছরে নির্মিত সরকারি অনুদানের সিনেমাটিতে অভিনয় করছেন রুনা খান, রওনক হাসান, প্রাণ রায়, নরেশ ভুইয়াসহ অনেকে।
আরও পড়ুন: বহুল আলোচিত গণঅর্থায়নের সিনেমা ‘সাঁতাও’র মুক্তি জানুয়ারিতে