ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উজ্জ্বল কুমারের ছবি মৃত্যুঞ্জয়ী
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
যোজনা প্রডাকশনসের ব্যানারে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’ আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উজ্জ্বল কুমার পরিচালিত ছবিটি আগামী ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে।
ছবিটি উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত করায় উৎসব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চলচ্চিত্রটির নির্মাতা উজ্জ্বল কুমার। তিনি সবাইকে মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের এই ছবিটি দেখার আমন্ত্রণ জানান।
চলচ্চিত্রটির গবেষণা, কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন মরহুম ড. সাজেদুল আউয়াল। তিনি ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু ২০২১ সালে তিনি মারা যান। এরপর ছবিটির দায়িত্ব হাতে তুলে নেন তার স্ত্রী বদরুন নেছা খানম। ২০২০-২১ অর্থবছরে ছবিটির জন্য সরকারি অনুদান পান বদরুন নেছা খানম। তিনি ছবিটি প্রযোজনার দায়িত্ব পান। ছবিটির পরিচালক হিসেবে দায়িত্ব পান উজ্জ্বল কুমার মণ্ডল।
সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন আহমেদ হিমু, সম্পাদনা, শব্দ ও রঙ বিন্যাসে ছিলেন সুজন মাহমুদ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হামিদুর রহমান, জাহিদ হোসেন শোভন, আমিনুল রহমান মুকুল, মাসুম বাসার, ফারজানা ছবি, কাজী রাজু, আশরাফুল আশীষ, চিত্রশিল্পী স্বপন চৌধুরী, নরেশ ভুঁইয়াসহ অনেকে।